নেত্রকোণা জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

 

 

নেত্রকোণা জেলা বালিশ মিষ্টির জন্য বিখ্যাত। তাছাড়াও এ জেলায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় অবস্থিত।

নেত্রকোণা জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. টংক শহীদ স্মৃতিসৌধ
  2. উপজাতীয় কালচার একাডেমী
  3. সাত শহীদের মাজার
  4. রোয়াইলবাড়ি দুর্গ
  5. নিঝুম পার্ক
  6. কুমুদীনি স্তম্ভ
  7. আলী হোসেন শাহ্ এর মাজার
  8. বিজয়পুর নৈসর্গিক চিনামাটির পাহাড়
  9. কমলা রাণীর দিঘী
  10. রাণীখং মিশন

নেত্রকোণা জেলাটি বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত, এটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত একটি জেলা। আয়তনে এ জেলাটি প্রায় ২৮১০.২৮ বর্গ কিমি। নেত্রকোণা জেলাটির পশ্চিম দিকে অবস্থিত ময়মনসিংহ জেলা, পূর্ব দিকে রয়েছে সুনামগঞ্জ জেলা, দক্ষিণে অবস্থিত কিশোরগঞ্জ এবং উত্তর দিকে অবস্থিত মেঘালয় রাজ্য(ভারত)।

মোট ১০টি উপজেলা নিয়ে এ জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।