নীলফামারী জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

নীলফামারী জেলা ডোমারের সন্দেশ এর জন্য বিখ্যাত। এই সন্দেশ আমাদের দেশের বাইরেও খ্যাতি অর্জন করেছে। নীলফামারীর ডোমার উপজেলায় এই সন্দেশ পাওয়া যায়।

নীলফামারী জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. ময়নামতি দুর্গ
  2. ধর্মপালের রাজবাড়ী
  3. নীলসাগর
  4. স্মৃতি আম্লান
  5. হরিশচন্দ্র পাঠ
  6. ভীমের মায়ের চুলা
  7. নীলফামারী জাদুঘর
  8. বাসার গেট
  9. কুন্দুপুকুর মাজার
  10. চীনা মসজিদ

নীলফামারী জেলাটি আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি রংপুর বিভাগের অন্তর্গত একটি জেলা। এ জেলাটির আয়তন প্রায় ২৬৪৩.৪ বর্গ কিমি। নীলফামারীর পশ্চিম দিকে অবস্থিত দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলা, পূর্বে দিকে রয়েছে রংপুর ও লালমনিরহাট জেলা, দক্ষিনে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলা এবং উত্তরে অবস্থিত জলপাইগুড়ি জেলাটি।

নীলফামারী জেলাটির প্রশাসনিক এলাকা বিস্তৃত ৬টি উপজেলার স্বমনয়ে।