নাটোর জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

নাটোর জেলা কাঁচাগোল্লা(মিষ্টি জাতীয় খাবার) ও বনলতা সেন(জীবনানন্দের বিখ্যাত কবিতার(বনলতা সেন) চরিত্র নাটোরের বনলতা সেন) এর জন্য বিখ্যাত।

নাটোর জেলার বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. শহীদ সাগর
  2. উত্তরা গণভবন
  3. দয়ারামপুর রাজবাড়ি
  4. লুর্দের রানী ধর্মপল্লী
  5. রানী ভবানী রাজবাড়ী
  6. চলনবিল
  7. হালতির বিল
  8. পদ্মার তীর
  9. আত্রাই নদী
  10. বোর্মি মারিয়াবাদ ধর্মপল্লী

নাটোর জেলাটি আমাদের দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি অঞ্চল, এটি রাজশাহী বিভাগের অন্তর্গত। আয়তনে এ জেলাটি প্রায় ১৯০৫.০৫ বর্গ কিমি। নাটোরের পশ্চিমে রয়েছে রাজশাহী জেলা, পূর্বে অবস্থিত পাবনা ও সিরাজগঞ্জ জেলা, দক্ষিণে অবস্থিত পাবনা ও কুষ্টিয়া জেলা এবং উত্তরে অবস্থিত দুটি জেলা যথাক্রমে নওগাঁ ও বগুড়া জেলা।

মোট ৭টি উপজেলা ও ৭টি থানা নিয়ে নাটোর জেলাটির প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।