নড়াইল জেলা কিসের জন্য বিখ্যাত?

 

 

 

 

 

 

 

 

নড়াইল জেলা পেড়ো সন্দেশ, খেজুরের গুড় এবং খেজুরের রস এর জন্য বিখ্যাত। তাছাড়াও নড়াইল জেলাটিতে আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এর বাড়ি।

নড়াইল জেলার ১০টি বিখ্যাত বা দর্শনীয় স্থান:

  1. বাধাঘাট
  2. কদমতলা মসজিদ
  3. সুলতান কম্পেক্স
  4. চাপাইল সেতু
  5. মধুমতি নদী
  6. লক্ষ্মীপাশায় কালিবাড়ী
  7. নড়াইল জমিদারবাড়ী
  8. হাটবাড়িয়া জমিদারবাড়ী
  9. চিত্রা রিসোর্ট
  10. তপনভাগ দিঘী

নড়াইল জেলাটি আমাদের দেশের দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের অন্তর্গত একটি প্রশাসনিক অঞ্চল। আয়তনে এ জেলাটি প্রায় ৯৯০.২৩ বর্গ কিমি। নাড়াইলের পশ্চিমে অবস্থিত যশোর জেলা, পূর্বে অবস্থিত ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা, দক্ষিণে অবস্থিত বাগেরহাট জেলা ও খুলনা জেলা এবং যশোর জেলা, উত্তর দিকে অবস্থিত মাগুরা জেলা।

মোট ৯টি উপজেলা নিয়ে নড়াইলের প্রশাসনিক অঞ্চল বিস্তৃত।