তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে বা তড়িৎ বিশ্লেষ্য কি?

 

 

 

 

 

 

 

যে সকল রাসায়নিক পদার্থ দ্রবীভূত বা বিগলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য বলে।

অর্থাৎ যেসকল পদার্থের দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ বা বিদ্যুত পরিবহণ করলে পদার্থটি বিয়োজিত হয় তাকেই তড়িৎ বিশ্লেষ্য বলে।

যেমন: সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইড।

তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দুই প্রকার:

  1. মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
  2. তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ