তড়িৎ বর্তনী কাকে বলে বা তড়িৎ বর্তনি কি? তড়িৎ বর্তনীর প্রকারভেদ?

 

 

 

 

 

 

 

 

 

তড়িৎ বর্তনী হলো এমন একটি পথ বা রেখা যা দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। সুতরাং, তড়িৎ বর্তনী এমন একটি সম্পূর্ণ রুট যা বৈদ্যুতিক স্রোতকে চারদিকে প্রবাহিত করতে পারে।

উদাহরণস্বরূপ, একটি সাধারণ বর্তনীতে দুটি উপাদান থাকতে পারেঃ একটি ব্যাটারি এবং একটি বাতি। বর্তনী ব্যাটারি থেকে প্রদীপে তড়ীৎ/বিদ্যুৎ মাধ্যমে প্রবাহিত করতে পারে বা আদান-প্রদান করতে পারে। সুতরাং, বর্তনীটি একটি সম্পূর্ণ লুপ তৈরি করে।

তড়িৎ বর্তনিকে একটি চাবি বা সুইচের মাধ্যমে চালু/বন্ধ করা যায়। বর্তনীর সুইচ চাপলে তড়িৎ প্রবাহিত হবে এবং বর্তনীর সুইচ বন্ধ থাকলে বিদ্যুৎ/তড়িৎ প্রবাহিত হবে না।

বৈদ্যুতিক বর্তনি/তড়িৎ বর্তনী দুই প্রকারঃ

  1. সিরিজ বর্তনি ( series circuit )
  2. প্যারালাল বর্তনি ( Parallel circuit )