ঢাকা জেলা বেনারসী শাড়ি, বাকরখানি এবং বিরিয়ানি এর জন্য বিখ্যাত।
তাছাড়াও ঢাকা জেলার কিছু বিখ্যাত স্থান:
- ঢাকেশ্বরী মন্দির
- মুক্তযুদ্ধ যাদুঘর
- লালবাগ কেল্লা
- চিড়িয়াখানা
- বাহাদুর শাহ পার্ক
- রমনা পার্ক
- জাতীয় সংসদ ভবন
- শহীদ বুদ্ধিজীবি কবরস্থান
- শহীদ মিনার
- শহীদ মিনার
- বিজ্ঞান জাদুঘর
- সাতগম্বুজ মসজিদ
- তারা মসজিদ
- নন্দন পার্ক
- ফ্যান্টাসী কিংডম
এগুলো ছাড়াও ঢাকাতে আরো অনেক বিখ্যাত স্থান রয়েছে।
ঢাকা জেলায় বাংলাদেশের রাজধানী অর্থাৎ ঢাকা শহর অবস্থিত। বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা জেলাটি অবস্থিত। ঢাকা জেলাটির আয়তন প্রায় ১৪৬৩.৬০ বর্গ কিমি। ঢাকা জেলাটির পশ্চিমে মানিকগঞ্জ, পূর্বে নারায়ণঞ্জ, দক্ষিণে মুন্সিগঞ্জ এবং উত্তরে গাজীপুর ও টাঙ্গাইল জেলা অবস্থিত।
মোট ৫টি উপজেলা নিয়ে ঢাকা জেলাটি গঠিত। এ জেলাটি দেশের প্রধানতম অর্থনৈতিক কেন্দ্র হিসাবে বিবেচিত।