অক্ষিগোলক কাকে বলে বা অক্ষিগোলক কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

অক্ষিগোলক হলো চক্ষুর ভিতর সমস্ত গোল অংশ।  অর্থাৎ আমাদের চোখের কোটরে অক্ষিগোলক নামক একটি গোলাকার অংশ থাকে আর এই গোলাকার অংশকেই অক্ষিগোলক বলা হয়।

প্রতিটি চোখ একটি অক্ষিগোলক থাকে এবং অক্ষিগোলকের বাহিরে সাদা, শক্ত ও ঘন আঁঁশযুক্ত অস্বচ্ছ শ্বেতমণ্ডল বিধ্যমান থাকে। এটি বাহিরের বিভিন্ন প্রকার বিপদ হতে চোখকে রক্ষা করে এবং চোখের আকৃতি ঠিক রাখে।

অক্ষিগোলকের সামনে লেনস এর ওপরে অবস্থিত থাকে আইরিশ। অক্ষিগোলক তিনটি স্তর নিয়ে গঠিত।