পৃথিবী, চাঁদ, সূর্য, দূর-দূরান্তের অসংখ্য গ্রহ-নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, দেখা ও অদেখা যা কিছু আছে সবকিছু নিয়েই মহাবিশ্ব।
মহাবিশ্বে কত লক্ষকোটি গ্রহ-নক্ষত্র রয়েছে তা আমাদের জানার বাহিরে। বেশিরভাগ জ্যোতির্বিদরা মনে করেন যে মহাবিশ্বটি বিগ ব্যাং নামক একটি ইভেন্টের সময় গঠিত হয়েছিল – একটি বিশাল বিস্ফোরণ যা ১০ থেকে ২০ বিলিয়ন বছর আগে ঘটেছিল। বিজ্ঞানীরা এই সময়টিকেই বিগ ব্যাং বলে থাকেন।
মহাবিশ্ব অবিশ্বাস্যভাবে বিশাল। মহাবিশ্বে কোটি কোটি ছায়াপথ রয়েছে, যার প্রতিটিতে মিলিয়ন বা বিলিয়ন তারা রয়েছে। তারা এবং গ্যালাক্সির মধ্যে স্থানটি মূলত খালি স্থান যেটাকে আমরা বলি মহাশূন্য।