অক্ষিপট কি বা অক্ষিপট কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

অক্ষিপট বা রেটিনা হলো অক্ষিগোলকের পিছনে অবস্থিত একটি ইষদচ্ছ গোলাপি আলোকগ্রাহী পর্দা।

অক্ষিপদ/রেটিনা আলোকে স্নায়ু সংকেতে রূপান্তরিত করে। এই রূপান্তর ছাড়া, আলো যে চোখের উপর দৃষ্টি নিবদ্ধ করে তা আমাদের পরিবেশে নেভিগেট এবং হেরফেরের করতে পারব না। রেটিনা ক্যামেরা ফিল্মের মতো অনেক কাজ করে। এটি হালকা বস্তুগুলি প্রতিবিম্বিত করে তৈরি করা ভিজ্যুয়াল তথ্য গ্রহণ করে এবং সেই তথ্যকে একটি চিত্রে রূপান্তর করে। এরপরে এটি অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে সেই চিত্রটি সঞ্চারিত করে থাক। রেটিনার এই কার্যকারিতার জন্যই আমরা দেখতে পাই।

রেটিনা উচ্চতর বিশেষায়িত কোষ দ্বারা তৈরি যা আলোর প্রতিক্রিয়া জানাতে পারে। রড (Rod) ও কোন (Cone) নামক দুইটি আলোক সংবেদী কোষ দ্বারা রেটিনা/অক্ষিপট গঠিত।