স্বকীয় মান কাকে বলে বা স্বকীয় মান কি?

 

 

 

 

 

 

 

 

স্বকীয় মান কাকে বলে?
কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে অঙ্কের স্বকীয় মান বলে। ৮৮৮৮৮ এই সংখ্যাটির সর্বডানে অবস্থিত ৮ এর স্বকীয় মান ৮(আট)। আবার ডানদিকের দ্বিতীয় অঙ্কের স্বকীয় মানও ৮। ঠিক তেমনি ডানের তৃতীয় অঙ্কের স্বকীয় মান ৮। চতুর্থ অঙ্কের স্বকীয় মান ৮ আবার পঞ্চম অঙ্কের স্বকীয় মান ৮। অর্থাৎ আমার যখন কোনো সার্থক অংক আলাদাভাবে লিখি তখন অঙ্কটি যে সংখ্যা প্রকাশ করে, তাই অঙ্কের স্বকীয় মান।

আরো সহজভাবে বুঝার জন্য নিচের ছবিটি লক্ষ্য করুন:

স্বকীয় মান ও স্থানীয় মান
                                                                          স্বকীয় মান ও স্থানীয় মান

স্থানীয় মান কি?

কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য সংখ্যা প্রকাশ করে তাকে ঐ অঙ্কের স্থানীয় মান বলে।

নিচের উদাহরণটি দেখুন: 

৯০০৭৫৮৪৩২

  • ২ এর স্থানীয় মান ২ একক বা ২
  • ৩ এর স্থানীয় মান ৩ দশক বা ৩×১০ = ৩০
  • ৪ এর স্থানীয় মান ৪ শতক বা ৪×১০০ = ৪০০
  • ৮ এর স্থানীয় মান ৮ হাজার বা ৮×১০০০ = ৮,০০০
  • ৫ এর স্থানীয় মান ৫ অযুত বা ৫×১০,০০০ = ৫০,০০০
  • ৭ এর স্থানীয় মান ৭ লক্ষ বা ৭×১,০০,০০০ = ৭,০০,০০০
  • ৯ এর স্থানীয় মান ৯০ কোটি বা ৯০×১০০০০০০০ = ৯০,০০০০০০০

উত্তর: ৯০ কোটি, সাত লক্ষ, পঞ্চাশ হাজার, আট হাজার, চারশত, তিন, দুই।