মৌলিক সংখ্যা কাকে বলে বা মৌলিক সংখ্যা কি?

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন: মৌলিক সংখ্যা কাকে বলে?

যে সকল সংখ্যার গুণনীয়ক ১ বা ঐ সংখ্যা ছাড়া অপর কোন গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন: ২, ৩, ৫, ৭ ইত্যাদি।

অর্থাৎ ১ হতে বৃহত্তর যে সকল সংখ্যার ১ ও ঐ সংখ্যা ছাড়া অপর কোনো গুণনীয়ক থাকে না, তাদের মৌলিক সংখ্যা বলে।

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এবং যেকোনো সংখ্যা পর্যন্ত মৌলিক সংখ্যার তালিকা নির্ণয় করা হলো নিম্নে:

  • ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ২, ৩, ৫, ৭।
  • ১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ১১, ১৩, ১৭, ১৯।
  • ২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ২৩, ২৯।
  • ৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৩১, ৩৭।
  • ৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি যথা: ৪১, ৪৩, ৪৭।
  • ৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৫৩, ৫৯।
  • ৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৬১, ৬৭।
  • ৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি যথা: ৭১, ৭৩, ৭৯।
  • ৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ৮৩, ৮৯।
  • ৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ৯৭।
    *** সহজে মনে রাখার কৌশল হলো: ৪৪২২৩২২৩২১***

১০১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ও কি কি:

  • ১০১ থেকে ১১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ১০১, ১০৩, ১০৭, ১০৯।
  • ১১১ থেকে ১২০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১১৩।
  • ১২১ থেকে ১৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১২৭।
  • ১৩১ থেকে ১৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৩টি যথা: ১৩১, ১৩৭, ১৩৯।
  • ১৪১ থেকে ১৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১৪৯।
  • ১৫১ থেকে ১৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ১৫১, ১৫৭।
  • ১৬১ থেকে ১৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ১৬৩, ১৬৭।
  • ১৭১ থেকে ১৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২টি যথা: ১৭৩, ১৭৯।
  • ১৮১ থেকে ১৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা ১টি যথা: ১৮১।
  • ১৯১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৪টি যথা: ১৯১, ১৯৩, ১৯৭, ১৯৯।
    *** সহজে মনে রাখার কৌশল হলো: ৪১১৩১২২২১৪***