সংখ্যায় কমা ব্যবহারের নিয়ম কি?

 

 

 

 

 

 

 

 

 

সংখ্যায় কমা ব্যবহারের নিয়ম কি?

ডানদিক থেকে তিন অঙ্ক পরে একটি কমা এবং এরপর দুই অঙ্ক পরপর কমা বসাতে হয়। যেমন: ৮৭৬৪৫৩২ এই সংখ্যাটির ডান দিক থেকে তিন ঘর পর কমা(,) এর পর দুই ঘর পরপর কমা বসালে পাই = ৮৭,৬৪,৫৩২।

আরো সহজভাবে: 

দুই অঙ্ক দুই অঙ্ক তিন অঙ্ক
৮৭ ৬৪ ৫৩২

অর্থাৎ কোনো বড় অঙ্কের শেষ ৩ সংখ্যার আগে একটি কমা দিবেন এবং তার প্রতি ২টি সংখ্যার আগে একটি করে কমা দিবেন। একটি বড় উদাহরণ এর মাধ্যমে আবার দেখে নেয়া যাক:

যেমন: ৩৫০০৮৫০০৯২১

সমাধান: ৩,৫০০,৮৫,০০,৯২১।

আরো পড়ুন: 

প্রশ্ন: ৪২০৩ সংখ্যাটিতে ৪ এর স্থানীয় মান কত?
উত্তর: ৪০০০।

প্রশ্ন: ৬ মিলিয়ন কত লক্ষ?
উত্তর: ৬০ লক্ষ।

প্রশ্ন: ১ বিলিয়ন সমান কত কোটি?
উত্তর: ১০০ কোটি।

প্রশ্ন: ৫০০ কোটিতে কত বিলিয়ন?
উত্তর: ৫ বিলিয়ন।

প্রশ্ন: ৬২০৩ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান কত?
উত্তর: ২০০।