নাইট্রোজেন নিষ্ক্রিয় কেন?

 

 

 

 

 

 

 

 

নাইট্রোজেন অণুতে দুইটি নাইট্রোজেন পরমাণুর অত্যান্ত শক্তিশালী সমযোজী ত্রি-বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই ত্রি-বন্ধন ভাঙতে অনেক শক্তির প্রয়োজন হয়। তাছাড়া, সমযোজী যৌগ গুলির মধ্যে নাইট্রোজেন-নাইট্রোজেন বন্ধন শক্তি অত্যান্ত শক্তিশালী।
তাই কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেন     নিষ্ক্রিয় অবস্থায় থাকে।