H₂ ও Cl₂ আলোতে বিক্রিয়া করে কেন?

 

 

 

 

 

 

 

 

 

প্রত্যেক রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কসমূহের বন্ধন ভেঙ্গে যায় এবং উৎপাদ নতুন বন্ধন গঠন করে। বিক্রিয়ক অণুসমূহের বন্ধন ভাঙ্গার জন্য এদের ন্যূনতম পরিমাণ শক্তি অর্জন করতে হয়। এ শক্তি অর্জন করতে ব্যর্থ হলে বিক্রিয়ক সমূহ বিক্রিয়া করে না এবং উৎপাদে পরিণত হয় না।
আলো এক প্রকার শক্তি। তাই আলোর উপস্থিতিতে H₂ ও Cl₂ বিক্রিয়া সংগঠনের জন্য পর্যাপ্ত শক্তি অর্জন করতে পারে। তাই আলোতে H₂ ও Cl₂ বিক্রিয়া করে।