সংশ্লেষণ, বিযোজন ও প্রশমন বিক্রিয়ার গুরুত্ব কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংশ্লেষণ বিক্রিয়ার গুরুত্ব হচ্ছে- অনেক সময় মৌলিক পদার্থকে পরস্পরের সাথে যুক্ত করা দরকার হয়। সে ক্ষেত্রে সংশ্লেষণ বিক্রিয়া ভূমিকা রাখে।
বিযোজন বিক্রিয়ার গুরুত্ব হচ্ছে- কোন যৌগকে বিভাজিত করে নতুন পদার্থ তৈরীর ক্ষেত্রে বিযোজন বিক্রিয়ার প্রয়োজন হয়।
প্রশমন বিক্রিয়ার গুরুত্ব হচ্ছে-
অম্ল ও ক্ষারককে প্রশমিত করতে প্রশমন বিক্রিয়া ঘটানো হয়।
অর্থাৎ সংশ্লেষণ, বিযোজন ও প্রশমন বিক্রিয়ার গুরুত্ব অত্যধিক।