রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য উপায়গুলো নিম্নরূপঃ
১. সংস্পর্শ, ২. দ্রবণ, ৩. তাপ,
৪. আলো, ৫. বিদ্যুৎ প্রবাহ,
৬. চাপ ও আঘাত, ৭. শব্দ কম্পন।
তবে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করার প্রধান শর্ত হল- বিক্রিয়ক সমূহকে পরস্পরের সংস্পর্শে আসতে হবে।