পর্যায়বৃত্ত ধর্ম কি?

 

 

 

 

 

 

 

 

পর্যায়বৃত্ত ধর্মঃ  যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলসমূহের পর্যায় সারণির পর্যায় অনুসারে নির্দিষ্ট ক্রমে আবর্তিত হয় এবং একই গ্রুপে একই ধর্মের মধ্যে সাদৃশ্য লক্ষ্য করা যায়, তাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম বলে।
পর্যায়বৃত্ত ধর্ম গুলি হচ্ছে-
১. পারমাণবিক ব্যাসার্ধ,
২. আয়নিকরণ শক্তি,
৩. ইলেকট্রন আসক্তি,
৪. তড়িৎ ঋণাত্মকতা,
৫. গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক,
৬. ধাতব ধর্ম,
৭. যোজনী।