নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂) ডাইমার গঠন করে কেন?

 

 

 

 

 

 

 

 

নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂) অনুর ইলেকট্রনিক গাঠন থেকে দেখা যায়, NO₂ অনুর N-পরমাণুতে একটি অযুগ্ম ইলেকট্রন থাকে।

 

 

 

এই অযুগ্ম ইলেকট্রন যুক্ত N, অপর একটি NO₂ অণুর অযুগ্ম ইলেকট্রন যুক্ত N-এর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন দ্বারা N₂O₄ গঠন করে সুস্থিত হয়।

 

 

 

এজন্য NO₂ ডাইমার গঠন করে N₂O₄ হিসেবে থাকে।