ধাতব বন্ধনের ইলেকট্রনীয় গঠনের ব্যাখ্যা।

 

 

 

 

 

 

 

 

আধুনিক ধারনা অনুসারে ধাতুর পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে অত্যন্ত দুর্বল ভাবে আবদ্ধ থাকে।
ধাতব খন্ডে এই ইলেকট্রনগুলো পরমাণুর কক্ষপথ হতে বিমুক্ত হয়ে সমগ্র ধাতব খন্ডে মুক্তভাবে চলাচল করে। বিমুক্ত ইলেকট্রনগুলো কোন নির্দিষ্ট পরমাণুর সাথে যুক্ত না থেকে বরং সমগ্র ধাতব খন্ডে সঞ্চারণশীল থাকে।
স্ফটিকের মধ্যে ধাতব পরমাণু গুলি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হিসাবে অবস্থান করে। ধাতব পরমাণু গুলির এই ত্যাগকৃত ইলেকট্রন ধাতব স্ফটিকে আয়ন গুলির মধ্যে বিকর্ষণ বলকে প্রশমিত করে।
এছাড়া এই ইলেকট্রন গুলি কোন ধাতব পরমণুর সাথে নির্দিষ্টভাবে যুক্ত না থেকে সমস্ত ধাতব স্ফটিকের উপর মুক্তভাবে চলাচল করে।
এই মুক্ত ইলেকট্রন গুলিকে সঞ্চারণশীল ইলেকট্রন বলে।
সঞ্চারণশীল ইলেকট্রনের কারণেই ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়।