স্থূল সংকেত কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

স্থূল সংকেতঃ  কোন যৌগের যে সরলতম  সংকেত এর অণুস্থিত পরমাণুসমূহের সরল সংখ্যার অনুপাত প্রকাশ করে, তাকে ঐ যৌগের স্থূল সংকেত বল।
যেমনঃ অ্যাসিটিলিনের(C₂H₂) স্থূল সংকেত CH.
গ্লুকোজের(C₆H₁₂O₆) স্থূল সংকেত  CH₂O ইত্যাদি।