মেজারিং সিলিন্ডার কি?

 

 

 

 

 

 

 

মেজারিং সিলিন্ডারঃ এটি একটি দাগকাটা কাচনল যার এক মুখ বন্ধ ও অপর মুখ খোলা থাকে। এটির দ্বারা তরল পদার্থের আয়তন মাপা হয়।
মেজারিং সিলিন্ডারে মিলিমিটার এককে দাগ কাটা থাকে।
একে তরল পদার্থ স্হানান্তরের কাজেও ব্যবহার করা হয়।