কোন রাসায়নিক বিক্রিয়া সংগঠনের প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়ক সমূহের মধ্যে সংঘর্ষ ঘটতে হবে। এ সংঘর্ষের মাধ্যমে বিক্রিয়ক অণুসমূহ উৎপাদে পরিণত হওয়ার জন্য পর্যাপ্ত পরিমান শক্তি অর্জন করে।
অর্থাৎ বিক্রিয়ক সমূহের মধ্যে সংঘর্ষ যত বাড়বে বিক্রিয়ার হারও তত বৃদ্ধি পাবে।
বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক সমূহের গতিশক্তি বৃদ্ধি পায়। যার কারনে বিক্রিয়ক গুলির মধ্যে সংঘর্ষের পরিমাণ বেড়ে যায়। যার কারণে অধিক সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়।
তাই তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়।