নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি।

 

 

 

 

 

 

 

 

 

নাইট্রোজেন গ্যাস প্রস্তুতিঃ – 196ºC বা 77K তাপমাত্রায় তরল বায়ুকে আংশিক পাতন করলে বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়।

হাইড্রোজেন গ্যাস প্রস্তুতিঃ প্রাকৃতিক গ্যাস মিথেন ও স্টিমকে 450ºC তাপমাত্রায় ও নিকেল(Ni) প্রভাবকের উপস্থিতিতে সংশ্লেষণ গ্যাস [CO(g)+3H₂(g)] উৎপন্ন হয়। উৎপন্ন সংশ্লেষণ গ্যাস ও স্টিম সহ 500ºC তাপমাত্রায় Fe₂O₃ ও Cr₂O₃ প্রভাবকের উপস্থিতিতে CO₂ ও H₂ গ্যাস উৎপন্ন হয়।

CH₄(g) + H₂O(g) ——>     {CO(g)+3H₂(g)}

{CO(g)+3H₂(g)} + H₂O(g) —-> CO₂(g) + 4H₂(g)

আবার, লোহিত তপ্ত লৌহের উপর স্টিম চালনা করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।

3Fe + 4H₂O(vap) —-> 4H₂(g) + Fe₃O₄