তাপ রাসায়নিক সমীকরণ কি?

 

 

 

 

 

তাপ রাসায়নিক সমীকরণঃ  কোন রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি উৎপাদিত বা শোষিত হলে যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকে ঐ সমীকরণের তাপ রাসায়নিক সমীকরণ বলা হয়।
যেমনঃ 1mole কার্বনকে অক্সিজেনে দহন করলে 1 mole কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।
এই বিক্রিয়ায় 393.5kj/mole তাপ নির্গত হয়
C + O₂ —–>CO₂ ; ΔH= -393.5kj