ব্রাকিথেরাপি কাকে বলে? মানবদেহ একটি জৈবযন্ত্র স্বরূপ– ব্যাখ্যা করো।

 

 

 

 

 

 

 

 

 

 

 

রক্তের ক্যান্সারের ক্ষেত্রে তরল পদার্থ হিসেবে তেজস্ক্রিয় ফসফরাস, হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে তেজস্ক্রিয় স্ট্রনসিয়াম এবং থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করার প্রক্রিয়াকে ব্রাকিথেরাপি (Brachytherapy) বলে।

 

মানবদেহ একটি জৈবযন্ত্র স্বরূপ– ব্যাখ্যা করো।

মানবদেহ একটি জৈবযন্ত্র স্বরূপ। কারণ, এ যন্ত্র দ্বারা কাজ করার জন্য শক্তি প্রয়োজন। বিভিন্ন ইঞ্জিনে আমরা পেট্রোল, ডিজেল, ইত্যাদি জ্বালানি ব্যবহার করে রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করি। ঠিক তেমনিভাবে, খাদ্য গ্রহণ ও শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহও রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। সুতরাং মানবদেহ একটি জৈবযন্ত্র।