ইলেকট্রোপ্লেটিং (electroplating) কি? ইলেকট্রোপ্লেটিং কীভাবে করা হয়?

 

 

 

 

 

 

 

 

 

 

ইলেকট্রোপ্লেটিং (electroplating) হলাে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারনত নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভার ও সােনা দিয়ে আবরণ তৈরি করা হয়। এতে একদিকে যেমন ধাতুর ক্ষয় রােধ করা যায়, অন্যদিকে তেমনি আকর্ষণীয় ও চকচকে হয়।

খাবারের কৌটা, সাইকেল এগুলোর ক্ষেত্রে লোহা বা স্টিলের ওপর টিনের ইলেকট্রোপ্লেটিং করা হয়।ইলেকট্রোপ্লেটিং কীভাবে করা হয়?

তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর অন্য ধাতুর আস্তরণ গঠনের প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। যে ধাতুর প্রলেপ দিতে হবে সে ধাতুর লবণের দ্রবণ তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করতে হয়। যে ধাতুর উপর প্রলেপ দিতে হবে সে ধাতুকে ক্যাথোড এবং অ্যানোড হিসেবে ব্যবহার করে তড়িৎ সংযোগ দিয়ে তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং করা হয়।ইলেকট্রোপ্লেটিং-এর উদ্দেশ্য বা ব্যবহার

  • সাধারণ লােহার তৈরি জিনিসপত্রে বাতাস ও জলীয় বাষ্পের ক্রিয়ায় সহজেই মরিচা ধরে। ফলে এরা ক্ষয়প্রাপ্ত হয়। নিকেল বা ক্রোমিয়াম প্রলেপযুক্ত হওয়ার পর লােহার জিনিসে মরিচা ধরে না, ক্ষয়প্রাপ্তও হয় না।
  • তড়িৎ প্রলেপন দ্বারা বস্তুটিকে অত্যন্ত উজ্জ্বল দেখায়। ঘড়ির চেইনটি দেখতে রুপার মতাে উজ্জ্বল; প্রকৃতপক্ষে এর ভেতরে লােহা, উপরে ক্রোমিয়ামের প্রলেপ।
  • তড়িৎ প্রলেপন দ্বারা ধাতব পদার্থের অধিক স্থায়িত্ব লাভ ঘটে।