সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংরক্ষণশীল বলঃ যে বলের ক্রিয়ায় কোন বস্তু কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে আদি অবস্থানে ফিরে আসলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল (Conservative Force) বলে।

সংরক্ষণশীল বলের ক্রিয়ার অভিমুখ বস্তু কণার গতির অভিমুখের উপর নির্ভরশীল নয় এবং বল দ্বারা কৃতকাজ বস্তু কণার গতিপথের উপরও নির্ভরশীল নয়। সংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ শূন্য। বৈদ্যুতিক বল, চৌম্বক বল একটি আদর্শ স্প্রিং এর প্রতিরোধ বল ইত্যাদি সংরক্ষণশীল বলের উদাহরণ।

অসংরক্ষণশীল বলঃ যে বলের ক্রিয়ায় কোন বস্তু কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে আদি অবস্থানে ফিরে আসলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না তাকে অসংরক্ষণশীল বল (Nonconservative Force) বলে।

অসংরক্ষণশীল বলের ক্রিয়ার অভিমুখ বস্তু কণার গতির অভিমুখের উপর নির্ভরশীল এবং বলদ্বারা কৃতকাজ বস্তু কণার গতিপথের উপর নির্ভরশীল। ঘর্ষণ বল, সান্দ্র বল ইত্যাদি অসংরক্ষণশীল বলের উদাহরণ।

 

সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য

সংরক্ষণশীল বল

  • একটি বলকে সংরক্ষণশীল বল বলা হয় তখন, যখন কোন কণাকে যে কোন পথ ঘুরিয়ে প্রাথমিক অবস্থানে আনলে কণাটির উপর ঐ বলা দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়।
  • সংরক্ষণশীল বল কর্তৃক সম্পাদিত কাজ সম্পূর্ণভাবে পুনরুত্থান করা সম্ভব।
  • বস্তুর উপর সংরক্ষণশীল বল দ্বারা সম্পাদিত কাজ গতি পথের প্রাথমিক ও শেষ বিন্দুর উপর নির্ভরশীল।
  • সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয়।

 

অসংরক্ষণশীল বল

  • একটি বলকে অসংরক্ষণশীল বলা হয় তখন, যখন কোন কণাকে যে কোন পথ ঘুরিয়ে প্রাথমিক অবস্থানে আনলে কণাটির উপর ঐ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না।
  • অসংরক্ষণশীল বল কর্তৃক সম্পাদিত কাজ সম্পূর্ণভারেব পুনরুদ্ধার করা সম্ভব নয়।
  • বস্তুর উপর অসংরক্ষণশীল বল দ্বারা সম্পাদিত কাজ শুধু গতি পথের প্রাথমিক ও শেষ বিন্দুর উপর নির্ভরশীল নয়।
  • অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয় না।