মৌলবিপাক শক্তি কাকে বলে? জাইলেম ও ফ্লোয়েম উদ্ভিদের পরিবহনের পথ– ব্যাখ্যা করো।

 

 

 

 

 

 

 

 

 

 

বিশ্রামরত অবস্থায় আমাদের বাহ্যিক অঙ্গ-প্রত্যঙ্গ যেমন- হাত, পা কাজ না করলেও আমাদের শ্বাস-প্রশ্বাস, হৃৎপিণ্ড ঠিকই চলে। তাই এদের সাথে সংশ্লিষ্ট পেশিগুলোর সর্বদা সংকোচন-প্রসারণে সার্বিক কাজ সাধিত হয়। কাজেই তখনও শক্তি ব্যয় হতে থাকে। এই শক্তিকেই মৌলবিপাক শক্তি বলে।

 

জাইলেম ও ফ্লোয়েম উদ্ভিদের পরিবহনের পথ– ব্যাখ্যা করো।

উদ্ভিদের পরিবহন বলতে ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পরিবহনকে বোঝায়। আর এই পরিবহনের পথ হচ্ছে জাইলেম ও ফ্লোয়েম। উদ্ভিদ মূলরোম দিয়ে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই শোষণকৃত পানি মূল থেকে পাতায় পৌঁছাতে জাইলেম পরিবহনের পথ হিসেবে কাজ করে। আর পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের সারা দেহে পৌঁছাতে ফ্লোয়েম পরিবহনের পথ হিসেবে কাজ করে।