নীতি ও স্বীকার্য কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

নীতিঃ যে প্রাকৃতিক সত্য পরিষ্কারভাবে সরাসরি প্রমাণ করা যায় না, কিন্তু সেই সত্যের সাহায্যে অন্য অনেক প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা করা এবং তাকে সূত্রাবদ্ধ করা সম্ভব হয়, সেই প্রাকৃতিক সত্যকে নীতি বলে।

স্বীকার্যঃ কোন তত্ত্বের অনুকুলে একটি গাণিতিক মডেল বা সূত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যদি কিছু পূর্বশর্ত স্বীকার করে নিলে সূত্রটি প্রতিষ্ঠিত করা সম্ভব হয় এবং তা উক্ত তত্ত্ব-সংশ্লিষ্ট ঘটনার ব্যাখ্যা প্রদানে সার্বজনীনভাবে সক্ষম হয়, তবে সেই সকল স্বীকার করে নেওয়া পূর্বশর্তকে স্বীকার্য বলে।