ওয়েবপেজ (Webpage) কি? ওয়েবপেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব কি?

 

 

 

 

 

 

 

 

ওয়েবপেজ (Webpage) হলো এইচটিএমএল দ্বারা তৈরি এক ধরনের ওয়েব ডকুমেন্ট যাতে সাধারণত লেখা, অডিও, ভিডিও, ছবি, এনিমেশন ইত্যাদি রাখা যায় এবং ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করা যায়।

 

ওয়েবপেজে ইমেজ ব্যবহারের গুরুত্বঃ

ওয়েবপেজে ইমেজ ব্যবহারের গুরুত্ব নিচে দেওয়া হলো–

  1. ওয়েব পেইজে ইমেজ বা গ্রাফিক্স ব্যবহার করে খুব সহজেই টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যায়।
  2. ইমেজের মাধ্যমে কোনো তথ্য প্রকাশ করলে পাঠকরা খুব সহজে বিষয়টি উপলব্ধি করতে পারে।
  3. ইমেজ ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করে।
  4. ইমেজকে ওয়েবপেজে লিংক হিসেবে বা Navigation Tools হিসাবে ব্যবহার করা যায়।