এইচটিএমএল (HTML) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১. HTML কী?
উত্তর : HTML হচ্ছে একটি মার্কআপ ল্যাংগুয়েজ। এর পূর্ণরূপ হলো Hyper Text Markup Language।

প্রশ্ন-২. এইচটিএমএল কি কাজে লাগে?

উত্তর : HTML মূলত ওয়েব পেজ তৈরির কাজে লাগে। এক কথায়, ওয়েব পেজ তৈরি করা পেজের বিভিন্ন কনটেন্টকে কে সুবিন্যস্ত করা, ডিজাইন করা এবং পেজের আউটলুক দেওয়া হয় এইচটিএমএল ব্যবহার করে। এইচটিএমএল এর মূল লক্ষ্য একটি এইচটিএমএল ডকুমেন্ট (ওয়েব পেজ) তৈরি করা যা বিভিন্ন প্লাটফর্মে (ব্রাউজারে) কাজ করে। এইচটিএমএল কে ধরা হয় ওয়েব পেজ নির্মাণের ভিত্তিভূমি।

প্রশ্ন-৩. HTML ফাইলের এক্সটেনশন কী?
উত্তর : HTML ফাইলের এক্সটেনশন হলো .htm বা html।

প্রশ্ন-৪. সুপারস্ক্রিপ্ট কী?
উত্তর : কোনো অক্ষর, বর্ণ বা নিউমেরিক ডেটার সূচককে H2O হিসাবে ব্যবহৃত হয় তাকে সুপারস্ক্রিপ্ট বলে। যেমনঃ H2O। এখানে, H<sup>2</sup>0।

প্রশ্ন-৫. এইচটিএমএল এর মৌলিক ট্যাগগুলো লেখ।

উত্তর : HTML কোড এর মৌলিক ট্যাগগুলো হচ্ছে:
<html>
<head>
<title>..</title>
</head>
<body>
</body>
</html>প্রশ্ন-৬. HTML ট্যাগ কি?
উত্তর : HTML ট্যাগ হলো html ভাষার কিওয়ার্ড যা যেকোনো নির্দেশকে সুনির্দিষ্ট করে দেয়।

প্রশ্ন-৭. এইচটিএমএল এলিমেন্ট কী?
উত্তর : স্টার্ট ট্যাগ থেকে শুরু করে ইন্ড ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML Element (উপাদান) বলে।

প্রশ্ন-৮. HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরির সুবিধাগুলো কী কী?
উত্তর : HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরির সুবিধাগুলো হলো–

  •  এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি।
  •  সর্বব্যাপী ব্যবহার।
  •  অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে।
  •  ব্যবহার সহজ এবং সিনট্যাক্স সহজ তাই HTML শেখা সহজ।
  •  যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়।
  •  পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে। তাই এটি মূল্য সাশ্রয়ী।
প্রশ্ন-৯. হাইপারলিংক কি?
উত্তর : হাইপারলিংক হলো ওয়েবের একটি রিসোর্সে অবস্থিত কোনো রেফারেন্স (ঠিকানা)।
প্রশ্ন-১০. HTML Syntax কি?
উত্তর : HTML ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত কীওয়ার্ডগুলো লেখার কিছু নিয়মনীতি আছে, যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়। এই সব নিয়মনীতিকেই HTML সিনট্যাক্স বলে।
প্রশ্ন-১১. Tag এর দুইটি ধরন কী কী?
উত্তর : ১. Empty tag এবং ২. Container Tag।প্রশ্ন-১২. <img> বুঝিয়ে লেখ।
উত্তর : <img> হলো HTML এ ব্যবহৃত এক ধরনের ট্যাগ। সাধারণত HTML ট্যাগ ব্যবহার করে ওয়েপেজে ইমেজ যুক্ত করার জন্য <img> ট্যাগ ব্যবহৃত হয়।

প্রশ্ন-১৩. হেডিং ট্যাগ কি?
উত্তর : HTML হেডিং ট্যাগের মাধ্যমে ফন্টকে বড় বা ছোট রূপ দেয়া যায়। এখানে ৬ টি হেডিং ট্যাগ ব্যবহার করা যায়। হেডিং ১ হচ্ছে সবচেয়ে বড় এবং হেডিং ৬ সবচেয়ে ছোট ট্যাগ।

প্রশ্ন-১৪. HTML-এর বডি সেকশন এলিমেন্টের কাজ কি?
উত্তর : হেড (Head) সেকশনের সমাপ্তির পরপরই অর্থাৎ Closing </head> পরেই বডি সেকশন (Body section) এলিমেন্ট এর যাত্রা শুরু। যেহেতু বডি এলিমেন্ট একটি কনটেইনার ট্যাগ সেহেতু এর শুরু হয় <Body> এবং শেষ হয় </Body> দিয়ে। শুরু এবং শেষ বডি ট্যাগ এর অভ্যন্তরে সমস্ত Text টিকেই ব্রাউজার দেখিয়ে থাকে। অর্থাৎ বডি ট্যাগ ডকুমেন্টের সমস্ত টেক্সটকেই ধারণ করে।