ইউনিকাস্ট কাকে বলে? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগে, ব্যাখ্যা করো।

 

 

 

 

 

 

 

যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান-প্রদান হয়ে থাকে, তাকে ইউনিকাস্ট (Unicast) বলে। এ পদ্ধতিতে অনেক প্রাপক একসাথে ডেটা গ্রহণ করতে পারে না। যেমন– পেজার। ইউনিকাস্ট ট্রান্সমিশনে সিমপ্লেক্স, হাফ-ডুপ্লেক্স, ফুল-ডুপ্লেক্স মোড হয়ে থাকে।

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগে, ব্যাখ্যা করো।

যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক হতে ডেটা গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা স্থানান্তরের সময় প্রতিটি ক্যারেক্টারের সাথে একটি করে স্টার্ট বিট ও স্টপ বিট যুক্ত হয়। এছাড়াও প্রতিটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার মাঝখানে সবসময় বিরতি সমান না হয়ে ভিন্নও হয়ে থাকে। এসকল কারণেই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে সময় বেশি লাগে।