অ্যানেসথেটিক হচ্ছে ক্লোরোফর্ম বা প্রোপেইন জাতীয় রাসায়নিক দ্রব্য, যা কোন প্রাণী বা প্রাণীর কোনো অংশকে অসাড় বা অচেতন করে দেয়। এটি সাধারণত অন্ত্র চিকিৎসা করার পূর্ব ইনজেকশনের মাধ্যমে বা শ্বাস গ্রহণের সাথে মানুষের দেহে প্রয়োগ করে অচেতন করে নেয়া হয়। ফলে অন্ত্র চিকিৎসার সময় কোন ব্যথা অনুভূত হয় না।
ইসিজিতে ইলেকট্রোডের ব্যবহার ব্যাখ্যা কর।
ইসিজি করানোর সময় রোগীর শরীরের বিভিন্ন স্থানে তড়িৎদ্বার বা ইলেকট্রোডসমূহ স্থাপন করা হয়, যা হৃদযন্ত্রের বিভিন্ন দিক থেকে আগত বৈদ্যুতিক সংকেতগুলোকে শনাক্ত করে। হৃদপিন্ডের একটি সম্পূর্ণ ছবি পাওয়ার জন্য দশটি ইলেকট্রোড ব্যবহার করে বারটি বৈদ্যুতিক সংকেতকে শনাক্ত করা হয়। প্রত্যেকটি হাতে এবং পায়ে একটি করে মোট চারটি এবং বাকী ছয়টি ইলেকট্রোড হৃৎপিণ্ডের প্রাচীর বরাবর স্থাপন করা হয়। প্রত্যেকটি ইলেকট্রোড দ্বারা সংগৃহীত তড়িৎ সংকেতকে রেকর্ড করা হয়। এই রেকর্ডসমূহের মুদ্রিত রূপই হলো ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম।