HTTP কি? বা প্রটোকল কি?

 

 

 

 

 

 

 

 

 

Hyper Text Transfer Protocol এর সংক্ষিপ্ত নাম হলো HTTP। প্রটোকল সার্ভার এবং ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে। এটি এমন একটি প্রটোকল যার মাধ্যমে ওয়েব সার্ভারের বিভিন্ন ধরনের ওয়েব পেজ থাকে।

এখান থেকে পৃথিবীতে অবস্থিত বিভিন্ন ক্লায়েন্ট কম্পিউটার থেকে বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা প্রয়োজনীয় ওয়েব পেজের জন্য সার্ভারকে অনবরত অনুরোধ পাঠাতে থাকে।

বিভিন্ন ক্লায়েন্টের অনুরোধ বুঝতে পারে। ক্লায়েন্ট যে কোনো ওয়েব ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর, মজিলা ফায়ারফক্স ইত্যাদি সফ্টওয়্যারের মাধ্যমে সার্ভারকে নির্দিষ্ট ইনফরমেশনের জন্য অনুরোধ করে থাকে। এ ডেটা দেওয়া নেওয়ার পদ্ধতিই হচ্ছে প্রটোকল।