প্রশ্ন-১. মরিচার সংকেত কি?
উত্তর : মরিচার সংকেত হচ্ছে Fe2O3.nH₂O।
প্রশ্ন-২. নিঃশ্বাসে গৃহীত বায়ুতে প্রধান উপাদান কী?
উত্তর : নিঃশ্বাসে গৃহীত বায়ুতে প্রধান উপাদান অক্সিজেন।
প্রশ্ন-৩. মরিচা কাকে বলে?
প্রশ্ন-৪. পদার্থ কী?
উত্তর : যার জড়তা আছে তাই পদার্থ।
প্রশ্ন-৫. ট্রিফয়েল কী?
উত্তর : তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে ট্রিফয়েল বলে।
প্রশ্ন-৬. জানালার গ্রিলে পড়া বাদামি আস্তরণের নাম কী?
উত্তর : জানালার গ্রিলে পড়া বাদামি আস্তরণের নাম মরিচা।
প্রশ্ন-৭. রসায়ন শাস্ত্রের প্রধান উপজীব্য বিষয় কি?
উত্তর : পদার্থ ও শক্তি হলো রসায়ন শাস্ত্রের প্রধান উপজীব্য বিষয়।
প্রশ্ন-৮. ভৌত পরিবর্তনে কী ঘটে?
উত্তর : ভৌত পরিবর্তনে শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন হয়।
প্রশ্ন-৯. কত বছর পূর্বে ভারতবর্ষে কাপড়কে আকর্ষণীয় করার জন্য রংয়ের ব্যবহার শুরু হয়?
উত্তর : প্রায় ৫০০ বছর পূর্বে ভারতবর্ষে কাপড়কে আকর্ষণীয় করার জন্য রংয়ের ব্যবহার শুরু হয়।
প্রশ্ন-১০. গবেষণা কী?
উত্তর : পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা।
প্রশ্ন-১১. কেন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর : রাসায়নিক দ্রব্যের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বুঝার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। আর এই সাংকেতিক চিহ্ন দেখে বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায়।
প্রশ্ন-১২. আল-কেমি কী?
উত্তর : প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা আল-কেমি নামে পরিচিত।
প্রশ্ন-১৩. পোকামাকড়কে শস্যহানি থেকে রক্ষায় কী ব্যবহার করা হয়?
উত্তর : পোকামাকড়কে শস্যহানি থেকে রক্ষায় কীটনাশক ব্যবহার করা হয়।
প্রশ্ন-১৪. সংকর ধাতু কাকে বলে?
উত্তর : গলিত অবস্থায় একাধিক ধাতুকে মিশ্রিত করে যে ধাতু তৈরি করা হয়, তাকে সংকর ধাতু বলে?