স্ফেরোমিটার (Spherometer) কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

স্ফেরোমিটার (Spherometer) কাকে বলে?

যে যন্ত্রের সাহায্যে গোলকীয় তলের বক্রতার ব্যাসার্ধ এবং কাচ বা অন্যান্য পাতের পুরুত্ব মাপা যায় তাকে স্ফেরোমিটার (Spherometer) বলে।

স্ফেরোমিটার যন্ত্রের সাহায্যে কাচের বা অন্যান্য পাতলা পাতের পুরুত্ব এবং গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ মাপা হয়। এই যন্ত্রের সাহায্যে গোলীয় তলের (spherical surface) বক্রতার ব্যাসার্ধ মাপা যায় বলে এর নাম হয়েছে স্ফেরোমিটার। হাতলসহ একটি মাইক্রোমিটার স্ক্রু এই যন্ত্রের প্রধান অংশ। স্ফেরোমিটার সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল ১৮১০ সালে। এটি আবিষ্কার করেছিলেন ফরাসি চক্ষু-ডাক্তার রবার্ট-আগলে কৌচিক্স।