বেগ একটি ভেক্টর রাশি, কিন্তু দ্রুতি স্কেলার রাশি। এর মানে হলো বেগের মান ও দিক দুটোই আছে, কিন্তু দ্রুতির কেবল মান আছে। বেগ = সরণ/সময় এবং দ্রুতি = দূরত্ব/সময়। সরণ ও দূরত্ব যথাক্রমে ভেক্টর ও স্কেলার রাশি বলে বেগ ও দ্রুতি যথাক্রমে ভেক্টর ও স্কেলার রাশি। দূরত্ব অতিক্রম করা সত্ত্বেও বেগ শূন্য হতে পারে। কিন্তু দূরত্ব অশূন্য হলে দ্রুতি কখনো শূন্য হয় না।