বিজ্ঞান পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১. মানবদেহের প্রধান রেচন অঙ্গ কী?
উত্তর : মানবদেহের প্রধান রেচন অঙ্গ বৃক্ক।প্রশ্ন-২. স্নায়ুতন্ত্রের গাঠনিক একক কি?
উত্তর : স্নায়ুতন্ত্রের গাঠনিক একক হলো স্নায়ুকোষ বা নিউরন।

প্রশ্ন-৩. নিউরন কী?
উত্তর : স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক নিউরন।

প্রশ্ন-৪. একটি নিউরন প্রধানত কয়টি অংশ নিয়ে গঠিত?
উত্তর : একটি নিউরন প্রধানত ২টি অংশ নিয়ে গঠিত। যথা : i. কোষদেহ ও ii. প্রলম্বিত অংশ।

প্রশ্ন-৫. মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম কী?
উত্তর : মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম মেনিনজেস পর্দা।

প্রশ্ন-৬. মস্তিষ্ক কাকে বলে?
উত্তর : সমগ্র স্নায়ুতন্ত্রের চালককে মস্তিষ্ক বলে।

প্রশ্ন-৭. ফ্লোরিজেন কী?
উত্তর : ফ্লোরিজেন হলো বিশেষ এক ধরনের হরমোন যা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে।প্রশ্ন-৮. মস্তিষ্কের প্রধান অংশের নাম কি?
উত্তর : মস্তিষ্কের প্রধান অংশের নাম হলো গুরুমস্তিষ্ক বা সেরিব্রাম।প্রশ্ন-৯. প্রলম্বিত অংশ কত প্রকার?
উত্তর : প্রলম্বিত অংশ ২ প্রকার। যথা: (১) অ্যাক্সন এবং (২) ডেনড্রন।

হাইপোথ্যালামাস বলতে কী বোঝায়?
উত্তর : হাইপোথ্যালামাস অগ্র মস্তিষ্কের একটি অংশ যা থ্যালামাসের ঠিক নিচে অবস্থিত ও ধূসর পদার্থ দ্বারা নির্মিত একটি কাঠামো। এটি অন্তত এক ডজন আলাদা অঞ্চলে বিভক্ত থাকে।
হাইপোথ্যালামাস স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে, দেহতাপ নিয়ন্ত্রণ করে।