পঞ্চম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস

১। আমাদের পালনকর্তা কে?

ক. আব্বা-আম্মা

খ. আল্লাহ তায়ালা

গ. ডাক্তার

ঘ. পীর-মুর্শিদ

সঠিক উত্তর : খ. আল্লাহ তায়ালা

২। আল আসমাউল হুসনা বলা হয় কাকে?

ক. মানুষের গুণাবলিকে

খ. ফেরেশতার গুণাবলিকে

গ. আল্লাহর গুণবাচক নামসমূহকে

ঘ. নবিগণের গুণাবলিকে

সঠিক উত্তর : গ. আল্লাহর গুণবাচক নামসমূহকে

৩। খালিক শব্দের অর্থ কী?

ক. পালনকর্তা খ. সৃষ্টিকর্তা

গ. রিজিকদাতা ঘ. দয়ালু

সঠিক উত্তর : খ. সৃষ্টিকর্তা

৪। বাসিরুন শব্দের অর্থ কী?

ক. সর্বশ্রোতা খ. সহনশীল

গ. সর্বশক্তিমান ঘ. সর্বদ্রষ্টা

সঠিক উত্তর : ঘ. সর্বদ্রষ্টা

৫। সামিউল শব্দের অর্থ কী?

ক. সব শোনেন খ. সব জানেন

গ. সব দেখেন ঘ. অতি সহনশীল

সঠিক উত্তর : ক. সব শোনেন

৬। সর্বশেষ নবির নাম কী?

ক. হজরত আবু বকর (রা.)

খ. হজরত ঈসা (আ.)

গ. হজরত মুহম্মদ (সা.)

ঘ. হজরত মুসা (আ.)

সঠিক উত্তর : গ. হজরত মুহম্মদ (সা.)

৭। ক্বাদীরুন শব্দের অর্থ কী?

ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা

গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তা

সঠিক উত্তর : ক. সর্বশক্তিমান

৮। আল্লাহতায়ালার আনুগত্যের নাম কী?

ক. ইমান খ. ইসলাম

গ. তাকদির ঘ. আখিরাত

সঠিক উত্তর : খ. ইসলাম

৯। আমরা কার শোকর আদায় করব?

ক. মহানবির খ. মানুষের

গ. আল্লাহর ঘ. নবিদের

সঠিক উত্তর : গ. আল্লাহর

 

 

 

 

 

 

 

১০। কুরআন মজিদ কার কিতাব?

ক. আল্লাহর খ. মুসা (আ.)-এর

গ. আবু বকর (রা.)-এর ঘ. দাউদ (আ.)-এর

সঠিক উত্তর : ক. আল্লাহর

১১। আমাদেরকে কার গুণে গুণান্বিত হতে বলা হয়েছে?

ক. মহানবি (সা.)-এর খ. আল্লাহর

গ. সাহাবিদের ঘ. ফেরেস্তাদের

সঠিক উত্তর : খ. আল্লাহর

১২। গাফুরুন শব্দের অর্থ কী?

ক. দয়ালু খ. পালনকর্তা

গ. সহনশীল ঘ. ক্ষমাশীল

সঠিক উত্তর : ঘ. ক্ষমাশীল

১৩। ‘রিসালত’ শব্দের অর্থ কী?

ক. দায়িত্ব পালন খ. বক্তৃতা দান

গ. বার্তাবহন ঘ. সুপারিশ করা

সঠিক উত্তর : গ. বার্তাবহন

১৪। নবি-রাসূলের কাজ বা দায়িত্বকে কী বলে?

ক. আকাইদ খ. ইমান

গ. আখিরাত ঘ. রিসালত

সঠিক উত্তর : ঘ. রিসালত

১৫। কাকে খাতামুন্যাবিয়্যীন বলা হয়?

ক. আদম (আ.)-কে খ. মুসা (আ.)-কে

গ. ঈসা (আ.)-কে ঘ. হজরত মুহম্মদ (সা.)-কে

সঠিক উত্তর : ঘ. হজরত মুহম্মদ (সা.)-কে

১৬। শরিয়ত মানে কী?

ক. হালাল-হারামের বিধান

খ. আখিরাতের বর্ণনা

গ. রিসালতের বর্ণনা

ঘ. কুরআনের শিক্ষা

সঠিক উত্তর : ক. হালাল-হারামের বিধান

১৭। আখিরাতের প্রথম ধাপ কোনটি?

ক. কবর খ. মিজান

গ. হাশর ঘ. পুলসিরাত

সঠিক উত্তর : ক. কবর

১৮। ইমান মানে কী?

ক. দেখা ও শোনা খ. দেখা ও মানা

গ. জানা ও মানা

ঘ. নিজে জানা ও অপরকে জানানো

সঠিক উত্তর : গ. জানা ও মানা

১৯। আল্লাহর অনুগত্যের জন্য কি প্রয়োজন?

ক. ইমান খ. প্রার্থনা

গ. পরোপকার ঘ. সৎকর্ম

সঠিক উত্তর : ক. ইমান

২০। সবুজ মাঠ, সোনালি ধান, নদ-নদী-এগুলোর মধ্য দিয়ে আল্লাহর কোন দিক প্রকাশ পায়?

ক. দয়া খ. লালন-পালন

গ. সৃষ্টি গুণ ঘ. যাবতীয় গুণ

সঠিক উত্তর : ঘ. যাবতীয় গুণ