জিডিপি (GDP), জিএনআই (GNI) এবং জিএনপি (GNP) কি?

 

 

 

 

 

 

 

 

 

 

জিডিপি কি? (What is GDP in Bengali/Bangla?)

G.D.P হলো Gross Domestic Product. একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে দেশের সকল উৎপাদনের উপাদানগুলো ব্যবহারের মাধ্যমে মোট যে পরিমাণ দ্রব্য সামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয়, তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বা GDP বলে। মোট জাতীয় উৎপাদন হিসাব করার সময় মধ্যবর্তী দ্রব্য ও সেবা বাদ দিয়ে কেবল চূড়ান্ত দ্রব্য ও সেবা ধরা হয়।

 

জিএনআই কি? (What is GNI in Bengali/Bangla?)

G.N.I হলো Gross National Income. দেশের জনসাধারণের অর্থনৈতিক কার্যাবলির ফলে প্রতি বছর যে বিভিন্ন প্রকার দ্রব্যসামগ্রী ও সেবাকার্য উৎপাদিত হয় তার আর্থিক মূল্যকে সাধারণভাবে জাতীয় আয় বা GNI বলে। অর্থাৎ একটি দেশে এক বছর কালের মধ্যে উৎপাদিত চাল, ডাল, যন্ত্রপাতি, দালানকোঠা ইত্যাদি দ্রব্যের আর্থিক মূল্য এবং চিকিৎসা, শিক্ষকতা ইত্যাদি সেবার আর্থিক মূল্য একত্রে যোগ করে জাতীয় আয় পাওয়া যায়।

জিএনপি কি? (What is GNP in Bengali/Bangla?)

G.N.P হলো Gross National ProductProduct. কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। জাতীয় উৎপাদনের মধ্যে দেশের অভ্যন্তরে বসবাসকারী ও কর্মরত বিদেশি ব্যক্তি ও সংস্থার উৎপাদন/আয় অন্তর্ভুক্ত হবে না। তবে বিদেশে বসবাসকারী ও কর্মরত দেশি নাগরিক ও সংস্থা ও প্রতিষ্ঠানের উৎপাদন/আয় অন্তর্ভুক্ত হবে।