অ্যাপ (App) কি? Software এবং App-এর মধ্যে পার্থক্য কি?

 

 

 

 

 

 

 

 

 

 

 

অ্যাপ কথাটির অর্থ হলো Application যা সংক্ষেপে App নামে পরিচিত। অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বুঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদন করতে সহায়তা করে।

Software এবং App-এর মধ্যে পার্থক্য কি?
অ্যাপ (অ্যাপ্লিকেশন এর সংক্ষিপ্ত রূপ) তৈরি করা হয় একটি মাত্র কাজ করার জন্য। যেমন ধরেন vlc-media-player তৈরি করা হয়েছে শুধুমাত্র ভিডিও দেখার জন্য। ব্রাউজার ব্রাউজিং করার জন্য, ফটো এডিটর ফটো এডিট করার জন্য, এগুলো হলো অ্যাপস।
অ্যাপ্লিকেশন এর জন্য ব্যবহারকারীর কমান্ডের প্রয়োজন হয় অর্থাৎ অ্যাপ্লিকেশন নিজে নিজে চলতে পারে না। আপনি এটিকে চালু করতে পারেন এবং কাজ শেষে বন্ধ করতে পারেন।
অন্যদিকে সফটওয়্যার তৈরি করা হয় অনেকগুলো কাজ একসাথে করার জন্য। উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এগুলো হলো সফটওয়্যার যা একসাথে অনেক কাজ করতে পারে। যেমন ধরেন উইন্ডোজে আপনি একসাথে টাইম দেখতে পারেন, ক্যালেন্ডার দেখতে পারেন, ব্রাউজার চালাতে পারেন সাথে ছবিও দেখতে পারেন অর্থাৎ অনেক গুলো কাজ একসাথে করতে পারেন। এছাড়া সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ নিজে নিজে চলতে পারে।
সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিন্তু সব সফটওয়্যার অ্যাপ্লিকেশন না।