অত্যানুকুল তাপমাত্রা কি?

 

 

 

 

 

 

 

কোনো তাপোৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বাড়ানো হলে বিক্রিয়ার গতিবেগ বাড়তে থাকে, কিন্তু উৎপাদন হ্রাস পায়। অন্যদিকে তাপমাত্রা হ্রাস করা হলে বিক্রিয়ার গতি এতই মন্থর থাকে যে উৎপাদন বৃদ্ধি সত্ত্বেও আকাঙ্খিত উৎপাদন পাওয়া সম্ভবপর হয় না। এ দুটি বিপরীত শর্তের কারণে এমন একটি তাপমাত্রা নির্ধারণ করা হয়, যেখানে বিক্রিয়ার গতিবেগ এবং উৎপাদিত পদার্থের পরিমাণ উভয়েই যথেষ্ট থাকে। এ তাপমাত্রাকে অত্যানুকুল তাপমাত্রা বলে।

উদাহরণ : হেবার বস পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনে যখন Fe3O4 প্রভাবকের সাথে KOH এবং Al2O3 মিশ্রণকে প্রভাবক উত্তেজক হিসাবে ব্যবহার করা হয়, তখন অত্যানুকুল তাপমাত্রা 400 – 500°C। যেমন, N2(g) + 3H2(g) 400 – 500°C 2NH3 (g); delta H = 92.2kJ/mole