ডেফিনিশন লিস্ট কি? “টেস্টিং ও ডিবাগিং এক নয়” – বর্ণনা করো।

 

 

 

 

 

 

 

 

 

 

ডেফিনিশন লিস্ট (Definition list) হচ্ছে HTML-এ ব্যবহৃত এক বিশেষ ধরনের লিস্ট যা গ্লোসারি লিস্ট নামেও পরিচিত। এই লিস্ট অন্যান্য লিস্ট হতে কিছুটা ভিন্ন ধরনের। ডেফিনিশন লিস্ট কোনো একক আইটেম সমূহের তালিকা নয়। এর ফরম্যাট অনেকটা ডিকশনারির মতো। লিস্টের কোনো আইটেমের জন্য যখন বর্ণনা প্রয়োজন হয়, তখন এ ধরনের ফরম্যাট খুবই কার্যকরী। ডেফিনিশন লিস্ট দুটি অংশে বিভক্ত। যথা: ১. টার্ম (Term) যা আইটেম এর বিষয়কে বোঝায়; ২. টার্মের বর্ণনা।

“টেস্টিং ও ডিবাগিং এক নয়”– বর্ণনা করো।

টেস্টিং ও ডিবাগিং এক নয়। কারণ, টেস্টিং হচ্ছে কোনো প্রোগ্রাম কোডিং সম্পন্ন করার পর প্রোগ্রামটির যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিৎ তা ঠিকমতো আসছে কিনা বা রান করছে কিনা তা যাচাই করা। অপরদিকে, প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে তা দূর করা হলো ডিবাগিং। এর আক্ষরিক অর্থ পোকা বাছা।