জাহাজী দলিল পত্র কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

জাহাজে পণ্য-দ্রব্য প্রেরণের সংবাদ পাঠানোর পর-পরই রপ্তানিকারক রপ্তানিকৃত পণ্যের যে সকল দলিলপত্র তৈরি করে ব্যাংকের মাধ্যমে আমদানিকারকের নিকট প্রেরণ করে, তাকে জাহাজী দলিল বলে। এই দলিলপত্র আমদানিকারকের আমদানিকৃত পণ্যের মালিকানা স্বত্বের প্রমাণ। এই দলিলপত্র বন্দর কর্তৃপক্ষ, শুল্ক কর্তৃপক্ষ এবং জাহাজ কর্তৃপক্ষের নিকট পেশ করে আমদানিকারকে পণ্য খালাস করতে হয়। জাহাজ দলিলগুলােকে আমরা এভাগে ভাগ করতে পারি। যথাঃ–

১. চালানি রসিদ বা বহনপত্র (Bill of eading)

২. বীমাপত্র (Insurance policy)

৩. বিনিময় বিল (Bill of Inroice)

৪. চালান (Invoice)

৫. বাণিজ্যদূতের চালান (Consular invoice)

৬. প্রভব লেখ বা উৎপত্তির সনদ (Certificate of origin)।