যখন কোনো তরঙ্গ বিস্তৃত মাধ্যমের মধ্যদিয়ে ক্রমাগত অগ্রসর হয় তখন তাকে চলমান বা অগ্রগামী তরঙ্গ বলে। কম্পন বা স্পন্দন সঞ্চালনের সময় মাধ্যমের কণাসমূহের মধ্যে দশা পার্থক্য থাকে বলেই তরঙ্গ সৃষ্টি হয়।
প্রতি সেকেন্ডে বীট 6 বলতে কি বুঝ?
প্রতি সেকেন্ডে বীট 6 বলতে বুঝায়, মূল শব্দ তরঙ্গদ্বয়ের উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের শব্দের তীব্রতা প্রতি সেকেন্ডে 6 বার হ্রাস-বৃদ্ধি ঘটে। অর্থাৎ প্রতি সেকেন্ডে 6টি তীব্র শব্দ শোনা যায় এবং 6টি নিঃশব্দ শোনা যায়।