ওয়েবপেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষণ করা থাকে তাকে ওয়েব সার্ভার (Web server) বা ওয়েব হোস্টিং বলে। আমরা ব্রাউজারের সাহায্যে এসব পেজ বা সাইট ওয়েব সার্ভার থেকে পর্দায় নিয়ে আসি। ওয়েব সার্ভার HTTP (Hyper Text Transfer Protocol) প্রটোকল ব্যবহার করে গ্রাহকের ওয়েবপেজ সংক্রান্ত অনুরোধে সাড়া দিয়ে থাকে অর্থাৎ ওয়েবপেজ সরবরাহ করে।
কন্ট্রোল প্যানেল বলতে কি বুঝ?
ওয়েবসাইটের গঠনগত কোনাে পরিবর্তন বা কোনাে সেবার ধরণ ও পরিমান পরিবর্তন করার জন্য কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করার প্রয়ােজন পড়ে। আবার ডােমেইনটির হােস্টিং সার্ভার বা হােস্টিং প্রতিষ্ঠান পরিবর্তনের জন্যও কন্ট্রোল প্যানেল এর প্রয়ােজন পড়ে। কিন্তু কোনাে কোনাে প্রতিষ্ঠান কন্ট্রোল প্যানেল নিজেদের কাছে রেখে দেয়। এজন্য ব্যবহারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে অবশ্যই ইউজার নেম ও পাসওয়ার্ডসহ ডেটামেইন ও হােস্টিংয়ের পূর্ণ কন্ট্রোল প্যানেল নিজের কাছে রাখা উত্তম। তাই হােস্টিং করার সময় এটা নিশ্চিত করে নেওয়া ভালাে।