অষ্টম অধ্যায় : পর্যাবৃত্ত গতি, একাদশ-দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান ১ম পত্র

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১. পর্যাবৃত্ত কাকে বলে? (What is called Periodicity?)

উত্তরঃ যদি কোনো একটি বস্তু নির্দিষ্ট সময় পর পর একই স্থানে ফিরে আসে অথবা একই স্থান দিয়ে নির্দিষ্ট সময় অন্তর অতিক্রম করে তবে তাকে পর্যাবৃত্ত বলে।

প্রশ্ন-২. পর্যাবৃত্ত গতি কাকে বলে?

উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।

প্রশ্ন-৩. স্থানিক অতিক্রম কাকে বলে?

উত্তরঃ পর্যাবৃত্তির সময়কাল যদি স্থান সাপেক্ষে হয়, তবে তাকে স্থানিক অতিক্রম বলে।

প্রশ্ন-৪. কালিক পর্যায়ক্রম কাকে বলে?

উত্তরঃ পর্যাবৃত্তির পর্যায়কাল যদি একটি নির্দিষ্ট সময় সাপেক্ষ হয়, তবে তাকে কালিক পর্যায়ক্রম (Temporal periodicity) বলে।

প্রশ্ন-৫. বল ধ্রুবক কি?

উত্তর : কোনো স্প্রিং একক পরিমাণ প্রসারিত করতে যে বল প্রয়োগ করতে হয়, তাই বল ধ্রুবক।

প্রশ্ন-৬. দশা কী?

উত্তর : কম্পনশীল কণার গতির যেকোনো মুহুর্তের সম্যক অবস্থাকে দশা বলে।

প্রশ্ন-৭. স্প্রিং ধ্রুবক কাকে বলে?

উত্তর : স্থিতিস্থাপক সীমার মধ্যে একটি স্প্রিং এর দৈর্ঘ্য একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, বা দৈর্ঘ্য একক পরিমাণ বৃদ্ধি করলে যে প্রত্যাবর্তী বল সৃষ্টি হয় তাকে ঐ স্প্রিং-এর স্প্রিং ধ্রুবক বলে।

প্রশ্ন-৮. সেকেন্ড দোলক কাকে বলে?

উত্তর : যে সরল দোলকের দোলনকাল ২ সেকেন্ড তাকে সেকেন্ড দোলক বলে।

প্রশ্ন-৯. সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত?

উত্তর : 0.5 Hz।

প্রশ্ন-১০. বব কাকে বলে?

উত্তর : যে ভারী বস্তুকে সুতায় ঝুলিয়ে সরল দোলক তৈরি করা হয় তাকে বব বলে।

 

প্রশ্ন-১১. ঝুলন বিন্দু বলে।

উত্তর : যে বিন্দু থেকে সুতার সাহায্যে ববকে ঝুলানো হয় তাকে ঝুলন বিন্দু বলে।

প্রশ্ন-১২. কার্যকরী দৈর্ঘ্য কাকে বলে?

উত্তর : ঝুলন বিন্দু হতে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে কার্যকরী দৈর্ঘ্য বলে। কার্যকরী দৈর্ঘ্য (L) = দৈর্ঘ্য (l) + ববের ব্যাসার্ধ (r)।

প্রশ্ন-১৩. সাম্যাবস্থান কাকে বলে?

উত্তর : সাধারণ অবস্থায় সরল দোলক যে অবস্থানে স্থির থাকে তাকে সাম্যাবস্থান বলে।