নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে একটি পরমাণুর ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে A দ্বারা প্রকাশ করা হয়। ক্লোরিনের একটি পরমাণুতে প্রোটন আছে 17টি, নিউট্রন আছে 18টি। সুতরাং ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা 35।
যোজনী ও আয়নের মধ্যে পার্থক্য কি?
যোজনী ও আয়নের মধ্যের পার্থক্য নিচে দেওয়া হলোঃ
যোজনী
১. কোন মৌলের পরমাণুর সাথে অন্য কোন মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে।
২. যোজনী প্রকাশ করতে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নের প্রয়োজন হয় না।
আয়ন
১. বিদ্যুৎ চার্জগ্রস্ত পরমাণু অথবা যৌগ মূলককে আয়ন বলে।
২. আয়ন প্রকাশ করতে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নের প্রয়োজন হয়। যেমন– Na⁺, NH₄⁺, Cl–, CO₄2-