এনডব্লিউডি এর পুরো নাম হলো ন্যাশন ওয়াইড ডায়ালিং। আমাদের দেশের অভ্যন্তরে টেলিফোনে যোগাযোগের জন্য এনডব্লিউডি সিস্টেম ব্যবহার করা হয়। যেমন ঢাকা অঞ্চল, বরিশাল অঞ্চল, কুষ্টিয়া অঞ্চল, খুলনা অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল, কুমিল্লা অঞ্চল, সিলেট অঞ্চল ইত্যাদি।
এই সমস্ত অঞ্চলের প্রত্যেকটির ভিন্ন ভিন্ন এরিয়া কোড রয়েছে। যেমন ঢাকা – ০২, বরিশাল – ০৪৩১, চট্টগ্রাম – ০৩১ ইত্যাদি। প্রত্যেকটি অঞ্চলের অধীনে একাধিক টেলিফোন এক্সচেঞ্জ রয়েছে।
যাদের আলাদা মূল এরিয়ার সাথে সংগতিপূর্ণ কোড নম্বর থাকে। এনডব্লিউডি (NWD) সিস্টেমে টেলিফোন যে নাম্বার ব্যবহার করা হয় তার দুইটি অংশ থাকে। প্রথম অংশটি এনডব্লিউডি নাম্বার এবং দ্বিতীয় অংশটি গ্রাহকের নিজস্ব নাম্বার যা এলাকার নিজস্ব।